চুয়াডাঙায় বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে মইয়ের পাদানী ভেঙে ড্রেনের মধ্যে ছিঁটকে পড়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের এক লাইনম্যান নিহত হয়েছেন।নিহত লাইনম্যান হামিদুল ইসলামের বাড়ি চুয়াডাঙার আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামে। তার বাবার নাম মতলেব মণ্ডল। তিনি ১৫ বছর যাবৎ লাইনম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।প্রত্যক্ষদর্শী ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কর্পোরেশনের উপ-সহকারি প্রকৌশলী আল আমিনের বরাত দিয়ে চুয়াডাঙা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জাগো নিউজকে জানান, শনিবার বেলা ১২টার দিকে চুয়াডাঙা শহরের ফিরোজ রোডে ৪৪০ ভোল্ট বিদ্যুৎ লাইনে কাজ করার জন্য মই বেয়ে উপরে উঠেন আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের মতলেব মণ্ডলের ছেলে হামিদুল ইসলাম (৪৩)। এসময় মইয়ের পাদানী ভেঙে তিনি ওপর থেকে ছিঁটকে নিচে ড্রেনের মধ্যে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়দের ও দমকল বাহিনীর সহযোগিতায় তাকে চুয়াডাঙা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা.মাসুদ রানা তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরো জানান, নিহতের পরিবারের কোনো আপত্তি না থাকায় তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে দিয়ে দেওয়া হয়েছে।সালাউদ্দিন কাজল/এমজেড/আরআইপি
Advertisement