স্বাস্থ্য

বঙ্গবন্ধুর ১০০তম জন্মদিনে বিএসএমএমইউতে বিনামূল্যে চিকিৎসাসেবা

আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের বহির্বিভাগে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে।

Advertisement

এদিন সকাল ৯টায় বহির্বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। পরে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করবেন।

একইসঙ্গে রোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষাও প্রদান করা হবে। পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রয়েছে- সিবিসি, পিবিএফ, ইউরিন আরএমই, সিএস, উইডাল টেস্ট, সিআরপি, আরবিএস, এফবিএস, এস ক্রিয়েটিনিন, এসএএলটি, ব্লাড গ্রুপিং, এইচবিএসএজি, এন্টি-এইচসিভি, এক্সরে চেস্ট (পিএভিউ), আল্ট্রসাউন্ড হোল এবডোমেন প্রভৃতি।

বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি সফল করতে সোমবার (১১ মার্চ) উপাচার্য কার্যালয়ে ইনভেসটিগেটিভ ডিপার্টমেন্টের অধ্যাপকদের সঙ্গে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া রোগীদেরকে বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

Advertisement

এছাড়া দিবসটি উপলক্ষে এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বি ব্লকের বঙ্গবন্ধুর ম্যূরালের সামনে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হবে।

জাতীয় গুরুত্বপূর্ণ এ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গৃহীত কর্মসূচির মধ্যে আরও রয়েছে- সকাল সাড়ে ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির জনকের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এবং বাদ জোহর এ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এমইউ/এমবিআর/পিআর

Advertisement