লাইফস্টাইল

বিকেলের নাস্তায় সবজি পাকোড়া খেতে চাইলে

বিভিন্নরকম সবজি দিয়ে খুব সহজেই তৈরি করা যায় সবজি পাকোড়া। সব বয়সীর কাছেই এটি পছন্দের একটি খাবার। বিকেলের নাস্তায় একটু ভাজাপোড়া ধরনের খাবার খেতে চাইলে তৈরি করতে পারেন সবজি পাকোড়া। রইলো রেসিপি-

Advertisement

আরও পড়ুন : বিফ নাগেটস তৈরির রেসিপি উপকরণ ময়দা ৩ কাপকর্ণফ্লাওয়ার ২ চা চামচবেকিং পাউডার ১ চা চামচনুডলস ১ কাপডিম ১ টিগাজর কুচি ১ কাপআলু কুচি ১ কাপসিম কুচি ১ কাপপেঁয়াজ কুচি ১ কাপবাঁধাকপি ১ কাপমরিচ কুচি ৭-৮ টিগোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ (ঝাল খেলে মরিচ গুঁড়া ১ চা চামচ)লবণ পরিমাণমতোতেল ভাজার জন্য।

প্রণালি: প্রথমে নুডলস সিদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। গাজর, আলু, বাঁধাকপি, সিম সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ, মরিচ, ডিম, কর্নফ্লাওয়ার, ময়দা ও লবণ দিয়ে সামান্য পানিসহ মেখে নিতে হবে।

আরও পড়ুন : গুড়ের পানতোয়া তৈরি করবেন যেভাবে এরপর হাত দিয়ে ছোট ছোট পাকোড়া বানিয়ে ডুবো তেলে ভালোভাবে লাল করে ভেজে তুলে নিতে হবে। এরপর সস দিয়ে গরম গরম পরিবেশন করুন মচমচে মিক্সড সবজি পাকোড়া।

Advertisement

এইচএন/এমএস