সৌন্দর্যের প্রতীক ফুল। এর মধ্যে গোলাপকে বলা হয় ফুলের রাণী।
Advertisement
তবে দামের দিক দিয়ে রয়েছে অমূল্য কিছু ফুল। এই তালিকার প্রথমেই রয়েছে কাদুপুল। দ্বিতীয় অবস্থানে রয়েছে জুলিয়েট রোজ।
বিশ্বের সবচেয়ে দামি ফুলের তালিকার দ্বিতীয় স্থানে থাকা জুলিয়েট রোজের প্রতিটির বর্তমান বাজার মূল্য প্রায় ১৫.৮ মিলিয়ন মার্কিন ডলার। যা টাকায় ১৩০ কোটিরও বেশি। মূলত এটি এক ধরনের গোলাপ।
সাধারণ গোলাপের চেয়ে আকারে বেশ বড় আর ছড়ানো। এই গোলাপ ২০০৬ সালে ব্রিটেনের 'চেলসি ফ্লাওয়ার শো'-তে প্রথম দেখা যায়।
Advertisement
গোলাপের এই জাতটি তৈরি করতে ব্রিটিশ গোলাপ চাষী ডেভিড অস্টিনের লেগেছে প্রায় ১৫ বছর। ২০০৬ সালে চেলসি পুষ্প প্রদর্শনীতে প্রথম নজর কাড়ে জুলিয়েট রোজ।
এএ