দেশজুড়ে

বরিশালে পুলিশি বাঁধায় মানববন্ধন পণ্ড

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী তানিয়া আক্তার তাবাচ্ছুম হত্যাকারীদের বিচারের দাবিতে স্থানীয় বাসিন্দাদের আয়োজিত মানববন্ধন পুলিশি বাঁধায় পণ্ড হয়ে গেছে। শনিবার বেলা ১১টার দিকে তানিয়ার পিত্রালয় নগরীর প্রবেশদ্বার গড়িয়ারপাড় মোড় এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়েছিল।  মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শফিক জানান, মানববন্ধন আয়োজনকারীরা মেট্রোপলিটন পুলিশ থেকে কোনো পূর্বানুমতি নেয়নি। এ কারণে তাদের মানববন্ধন করতে দেওয়া হয়নি। মানববন্ধন আয়োজনকারীরা জানান, তানিয়া আক্তার তাবাচ্ছুমকে হত্যাকাণ্ড ভিন্নখাতে নেওয়ার জন্য তার শ্বশুর পরিবার নানামুখী তৎপরতা চালাচ্ছেন। এর প্রতিবাদে স্থানীয় লোকজন মানববন্ধন করার জন্য গড়িয়ারপাড় মোড়ে জড়ো হলে পুলিশ তাদের কর্মসূচি পালন করতে দেয়নি। এসআই মো. শফিক জানান, গত ২৩ আগস্ট রাতে ৩০ নম্বর ওয়ার্ডের কলাডেমা এলাকায় শ্বশুর বাড়িতে তানিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্বামী জুয়েলকে ৫৪ ধারায় আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ নিরপেক্ষভাবে হত্যার অভিযোগ তদন্ত করছে।সাইফ আমীন/এমএএস/আরআইপি

Advertisement