দেশজুড়ে

গাজীপুরে ভুট্টাসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার

গাজীপুর থেকে ১৫ টন ভুট্টাসহ ছিনতাই হওয়া ট্রাক এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িত নয়জনকে আটক করেছে পুলিশ। এসময় ভুট্টা বিক্রির এক লাখ ১০ হাজার টাকাও উদ্ধার করা হয়। জয়দেবপুর থানার কোনাবাড়ি ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন জাগো নিউজকে জানান, ১৫ টন ভুট্টা নিয়ে দিনাজপুরের বিরল থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪- ৬৫৬৭) গত বুধবার রাতে কুমিল্লার দাউদকান্দির কাজী ফিডমিলের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরদিন বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ির আবদুল আলিম ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে ভুট্টাসহ ট্রাকটি ছিনতাই হয়। এ ঘটনায় ট্রাক মালিক রংপুরের বদরগঞ্জের পিউবাজার এলাকার বাসিন্দা তপু পোদ্দার বাদি হয়ে ওইদিন জয়দেবপুর থানায় মামলা করেন। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে প্রথমে ট্রাকচালক দিয়ারুল আলম ও হেলপার সোহরাবকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে গাজীপুর মহানগরীর শৈলডুবি এলাকার নিয়মন ফিডমিল থেকে ট্রাকটি উদ্ধার এবং জড়িত আরো সাতজনকে গ্রেফতার ও ভুট্টা বিক্রির টাকা উদ্ধার করা হয়।                     মো. আমিনুল ইসলাম/এমজেড/এমআরআই

Advertisement