খেলাধুলা

কাতার গেলো অলিম্পিক ফুটবল দল

লক্ষ্য বাহরাইন। তার আগে কাতারে ১০ দিনের বিশেষ ক্যাম্প। বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল সোমবার বিকেলে কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। সেখান থেকে ২০ মার্চ ফুটবলাররা চলে যাবেন বাহরাইনে। যেখানে ২২ মার্চ শুরু হবে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব।

Advertisement

দোহায় অলিম্পিক দলের এ বিশেষ অনুশীলন ক্যাম্প হচ্ছে পুরোপুরি কাতার ফুটবল ফেডারেশনের সহযোগিতায়। সেখানে ১০ দিন থাকা-খাওয়াসহ সব সুযোগ সুবিধাই বাংলাদেশের ফুটবলারদের দেবে স্থানীয় ফেডারেশনটি।

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। খেলা হবে বাহরাইনের খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাহরাইন।

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব হবে থাইল্যান্ডে ২০২০ সালের ৮ থেকে ২৬ জানুয়ারি। স্বাগতিক হিসেবে থাইল্যান্ড খেলবে সরাসরি। বাছাই পর্ব থেকে উঠে আসবে ১৫ দল। এই পর্ব ২০২০ সালের টোকিও অলিম্পিকেরও বাছাই।

Advertisement

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ম্যাচগুলো

গ্রুপ: ‘বি’

২২ মার্চ: বাংলাদেশ-বাহরাইন২৪ মার্চ: বাংলাদেশ-ফিলিস্তিন২৬ মার্চ: বাংলাদেশ-শ্রীলঙ্কা

আরআই/এমএমআর/পিআর

Advertisement