পুলওয়ামায় সন্ত্রাসী হামলার প্রতিবাদস্বরূপ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আর্মি ক্যাপ পরে মাঠে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। যেটি দেখে আইসিসির কাছে অভিযোগ জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের দাবি ছিল ভারতকে শাস্তি দেয়ার।
Advertisement
আইসিসি কি সেটা করবে? সম্ভবত না। কারণ মাঠে আর্মি ক্যাপ পরে নামায় কোনো সমস্যাই দেখছে না ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তারা বরং জানালো, ভারত আগেই এমন ক্যাপ পরে নামার বিষয়ে আইসিসির কাছে অনুমোদন নিয়েছিল।
আইসিসির মুখপাত্র ক্লাইরে ফারলং সোমবার বলেন, 'ফান্ড সংগ্রহ আর নিহত সৈনিকদের স্মরণের অংশ হিসেবে এমন ক্যাপ পরে নামার বিষয়ে আইসিসির অনুমোদন চেয়েছিল বিসিসিআই (ভারতীয় বোর্ড)। আইসিসি সেটা অনুমোদন দেয়।'
বোঝাই যাচ্ছে, যেহেতু আইসিসির অনুমোদন নিয়েই মাঠে নেমেছিলেন কোহলি-ধোনিরা, তাই শাস্তির আবেদন এখানে অযৌক্তিক।
Advertisement
তবে পিসিবির চেয়ারম্যান এহসান মানি আইসিসির কাছে ভারতের কঠোর শাস্তির জন্যই আবেদন জানিয়েছিলেন। তার যুক্তি ছিল, ক্রিকেটে রাজনীতি ঢুকিয়ে অন্যায় করেছে ভারত।
পিসিবির এই যুক্তি একেবারে ফেলনা ছিল, তাও বলা যাবে না। বছর পাঁচেক আগে মাঠে 'সেভ গাজা' লেখা রিস্টব্যান্ড পরে নামায় ইংলিশ অলরাউন্ডার মঈন আলি নিষিদ্ধ হয়েছিলেন। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ইমরান তাহিরও শার্টের নিচে পাকিস্তানের পপ তারকা জুনায়েদ জামশেদের ছবি লাগানোয় (যিনি ২০১৬ সালের ডিসেম্বরে বিমান দুর্ঘটনায় মারা যান) তিরস্কৃত হয়েছিলেন।
এমএমআর/জেআইএম
Advertisement