অর্থনীতি

নারীদের জন্য আলাদা বাজেট হোক : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘নারীর ক্ষমতায়ন একটা বড় সমস্যা। নারীকে মূল প্রবাহে, মূল কেন্দ্রে নিয়ে আসা আসল উদ্দেশ্য। বাংলাদেশে এই কাজটা অত্যন্ত কঠিন। এটা স্বীকার করে নিতে হবে। তবে এখন কিছু একটা করতে হবে। আমি চাই, নারীদের জন্য আলাদা বাজেট হোক।’

Advertisement

সোমবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর গুলশান-১ নম্বরে ‘জেন্ডার রেসপনসিভ বাজেটিং অ্যান্ড নরমাল রিকগনিশন অব উইম্যানস আনঅ্যাকাউন্টেড ওয়ার্ক’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ন্যায়সঙ্গত বাজেট হলে এর উপকার সবাই পাবে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘যদি আমাদের একটা ভালো বাজেট হয়, ন্যায়সঙ্গত বাজেট হয়, অন্যায় বাজেট না হয়, নিরপেক্ষ বাজেট হয়, তাহলে আমরা সুবিধা পাব। আমার বাবা লাভবান হলে আমি হই, মা হলে আমি হই, আমি উপকার পেলে মাও পান– এটা একটা জট পাকানো বিষয়, আনন্দের বিষয়। কিন্তু দুর্ভাগ্য যে, সবকিছু আমরা সঠিকভাবে ভাগ-বাটোয়ারা করতে পারি না।’

তিনি বলেন, এমন একটা ন্যায়সঙ্গত বাজেট তৈরি করতে হবে, ‘যার উপকার সবাই পাবে। বিশেষ করে যারা কষ্টে আছেন নানাভাবে, ঐতিহাসিক কারণে, নারী অ্যাস অ্যা হোল। তাদের মধ্যে শিশু, প্রতিবন্ধী, বয়স্ক লোকেরা আছে, হাওর এলাকার মানুষেরা আছে, চরে আছে, উপকূলে আছে। সবাইকে যদি আমরা অ্যাড্রেস (চিহ্নিত) করতে পারি, তাহলে বোধহয় কিছুটা সমাধান করতে পারব।’

Advertisement

বর্তমান সরকার পরিবর্তনের জন্য কাজ করছে বলেও দাবি করেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ‘আমরা কাজ করছি পরিবর্তনের জন্য। নারীদেরকে বাদ দিয়ে পরিবর্তন সম্ভব নয়। এটা বোঝার মতো সামান্য বুদ্ধি অবশ্যই আমাদের আছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন প্রমুখ।

পিডি/এমএসএইচ/জেআইএম

Advertisement