খেলাধুলা

৬৯১ রানের ম্যাচে নাটকীয় জয় রূপগঞ্জের

এ যেন চন্ডিগড়ে আগের দিন হওয়া ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যকার চতুর্থ ওয়ানডে। যে ম্যাচে ভারতের ৩৫৮ রানের পুঁজিও যথেষ্ট হয়নি অস্ট্রেলিয়ার সামনে। পরে ব্যাট করে ম্যাচটি জিতে নেয় অস্ট্রেলিয়া।

Advertisement

এমনই একটি সুযোগ আজ ছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাবের। লিজেন্ডস অব রূপগঞ্জের ৩৫৭ রানের বড় সংগ্রহও টপকে যাওয়ার মতো অবস্থায় চলে এসেছিল আফিফ হোসেনের দল। শেষ রক্ষা হলো না। এক ওভার বাকি থাকতে তারা অলআউট হলো ৩৩৪ রানে। রূপগঞ্জ ম্যাচটি জিতে গেল ২৪ রানে।

সাভার বিকেএসপির তিন নাম্বার মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৫৭ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় রূপগঞ্জ। জোড়া সেঞ্চুরি করেন দুই নাঈম। মোহাম্মদ নাঈম ১০৮ বলে ৮ বাউন্ডারি আর ৬ ছক্কায় খেলেন ১২২ রানের চোখ ধাঁধানো এক ইনিংস। অধিনায়ক নাঈম ইসলাম ৯৮ বলে করেন ১০৮ রান।

২টি করে উইকেট পান সুজন হাওলাদার, দেলোয়ার হোসেন আর হামিদুল ইসলাম।

Advertisement

জবাবে সাব্বির হোসেনের সেঞ্চুরি আর তৌহিদ হৃদয়ের ৮৩ রানের ইনিংসে একটা সময় জয়ের বেশ ভালো সম্ভাবনা ছিল শাইনপুকুরের। শেষ পর্যন্ত আর পেরে উঠেনি। সাব্বির ৮৭ বলে ৮টি চার আর ৩ ছক্কায় কাটায় কাটায় ১০০ রান করে আউট হন। ৮১ বলে ৮৩ রানে ফিরেন হৃদয়।

শেষ ৯ বলে দরকার ছিল ২৮ রান। কিন্তু এক ওভার বাকি থাকতে শাইনপুকুর অলআউট হয়ে যায় ৩৩৪ রানে।

এমএমআর/জেআইএম

Advertisement