লাইফস্টাইল

সহজেই তৈরি করুন সুস্বাদু পান্তুয়া পিঠা

বিকেলের নাস্তায় রাখতে পারেন সুস্বাদু পান্তুয়া পিঠা। এটি তৈরি করতে সময় লাগে বেশ কম। স্বাদের পাশাপাশি এটি দেখতেও বেশ সুন্দর। তাইতো সবার কাছে প্রিয় মিষ্টি স্বাদের এই পিঠাটি। চলুন রেসিপি জেনে নেয়া যাক-

Advertisement

আরও পড়ুন: সুজি দিয়েই তৈরি করুন সুস্বাদু নাড়ু

উপকরণ তরল দুধ ১/২ লিটারময়দা ২ কাপ চালের গুঁড়া ২ টেবিল চামচ চিনি ১ কাপ বেকিং পাউডার ১ চা চামচ,লবণ এক চিমটি,ডিম ২ টি তেল পরিমাণ মতো (ডুবো তেলে ভাজার জন্য)

প্রণালিএকটি পাত্রে ১/২ লিটার পরিমাণ দুধ নিয়ে নিন। ময়দা, চালের গুঁড়া, চিনি, ১ টি ডিম বেকিং পাউডার ও লবন দুধের মধ্যে দিয়ে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিন।

Advertisement

এবার ফ্রাইপ্যানে অল্প-তেল দিয়ে ১ টি ডিম পোচ করে নিন। খেয়াল রাখবেন যেন ভেঙে না যায়। পিঠা ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় মাঝারি আঁচে বসিয়ে দিন।

আরও পড়ুন: গোলাপ জাম তৈরির রেসিপি

এখন পোচ করা ডিম নিয়ে মিশ্রণে ভালোভাবে ডুবিয়ে নিন। এবার মিশ্রণে ডুবানো ডিমটি গরম তেলে ছেড়ে দিন। এক পিঠ ভাজা হলে অন্য পিঠও ভাজুন। লাল করে ভাজতে হবে বাজে হলে আবারো মিশ্রণে ডুবিয়ে নিন দুই পাশ। এভাবে বারবার পিঠাটি ভাজতে থাকুন। মিশ্রণ শেষ না হওয়া পর্যন্ত এইরূপ করবেন। পিঠা বেশ বড় বড় হবে।

এবার পিঠা একটা বড় ডিশে নিয়ে ঠান্ডা করুন। তারপর ছুরি দিয়ে কেটে পরিবেশন করুন।

Advertisement

এইচএন/পিআর