দেশজুড়ে

নীলফামারীতে ভারতীয় নাগরিক আটক

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত ও ছবি তুলতে গিয়ে শনিবার দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের ভারতীয় নাগরিক কালু দাস (৩৫) আটক হয়েছেন। এসময় তাকে আশ্রয় দেওয়ার অপরাধে ওই ইউনিয়নের সাতজান গ্রামের অনিল দাসের ছেলে বিজয় দাসকে (৪৫) পুলিশ আটক করে। আটক ভারতীয় নাগরিক জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার বাঁশদহ গ্রামের মৃত মাতোয়াল দাসের ছেলে। নাউতারা ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন মিন্টু জাগো নিউজকে জানান, তার ইউনিয়নের ভোটার তালিকা প্রনয়নে হালনাগাদ কার্যক্রম চলছে ইউনিয়ন পরিষদে। এখানে নির্বাচন অফিস কর্তৃক মাঠকর্মী ও সুপারভাইজাররা ভোটার তালিকার হালনাগাদের কাজ করছেন। ভোটার তালিকায় নাম ও ছবি তুলে জাতীয় পরিচয়পত্র পেতে হলে জন্মনিবন্ধন প্রয়োজন হয়। ইউপি চেয়ারম্যান জাগো নিউজকে জানান, ভারতীয় ওই ব্যক্তি তার জন্ম নিবন্ধনের কাগজ করতে তার কাছে এলে জিজ্ঞাসাবাদে বিষয়টি প্রকাশ পায়। বিষয়টি ডিমলা থানায় অবগত করলে পুলিশ এসে ভারতীয় নাগরিকসহ তার দূর সর্ম্পকের আত্মীয় একই ইউনিয়নের সাতজান গ্রামের বাসিন্দা বিজয় দাসকেও আটক করে।ভারতীয় নাগরিক কালু দাস আটকের পর জাগো নিউজকে জানান, তিনি গত পাঁচ বছর ধরে বাংলাদেশে রয়েছেন এবং দিনমজুরি করছেন। ভারতে তার স্ত্রী লক্ষ্মীদাসের সঙ্গে পারিবারিক কলহ দেখা দিলে স্ত্রী তার বিরুদ্ধে মামলা করেন। এতে তিনি বাংলাদেশে পালিয়ে আসেন এবং এক আত্মীয় বিজয় দাসের বাড়িতে আশ্রয় নেন। ভারতে কালু দাশের মেয়ে সম্পা দাস (৯) ও ছেলে কৃষ্ণ দাশ (৭) নামের দুই সন্তান ও মা মেনো দাস (৬৫) ভারত থাকে। এখানে তিনি দিনমজুরির কাজ করতেন। ডিমলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ জাগো নিউজকে জানান, ভারতীয় নাগরিক আটকের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিমলা থানা পুলিশের সিনিয়র সাব ইন্সপেক্টর শাহাবুদ্দিন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।জাহেদুল ইসলাম/এমজেড/এমআরআই

Advertisement