কৌতুক এক : পেত্নীর মতো লাগছে!
Advertisement
ছেলে: তুমি খুব সুন্দর একটা শাড়ি পরেছ।মেয়ে: জ্বি ধন্যবাদ।ছেলে: লিপস্টিক এবং মেকআপও অনেক ভালো করেছ।মেয়ে: জ্বি ধন্যবাদ।ছেলে: অনেক জমকালো গয়নাও পরেছ সুন্দর করে।মেয়ে: (একটু ভাব নিয়ে) ধন্যবাদ ভাইয়া।ছেলে: তবুও তোমাকে দেখতে পেত্নীর মতো লাগছে!
আরও পড়ুন : আজকের কৌতুক: বিয়ের জন্য ছুটির আবেদন
****
Advertisement
কৌতুক দুই : বাঁচার কোনো আশা নেই
আবুল খুব অসুস্থ।ডাক্তার আবুলকে চেকআপ করে আবুলের বউকে বাইরে ডেকে নিয়ে বললো- ‘ওনার হার্টের অবস্থা ভালো নয়। ওনাকে প্রতিদিন ভালোভালো খাবার রান্না করে খাওয়াবেন। ওনার সাথে ভালো ব্যবহার করবেন। শাড়ি-গয়না কেনার জন্য টাকা-পয়সা চেয়ে বিরক্ত করবেন না। বাসায় কোনো টিভি সিরিয়াল দেখবেন না। এভাবে ৬ মাস চললেই উনি সুস্থ হয়ে উঠবেন।’
ডাক্তার চলে গেলে আবুল তার বউয়ের কাছে জানতে চাইল যে, ডাক্তার কী বলেছে?
আবুলের বউ উত্তর দিলো, তোমার বাঁচার আর কোনো আশাই নেই গো!
Advertisement
আরও পড়ুন : আজকের কৌতুক: প্রেমিক-প্রেমিকার কথোপকথন
****কৌতুক তিন : সবাই গান গায়
প্রথম বন্ধু: জানিস, আমাদের বাসার সবাই বাথরুমে গান গায়!দ্বিতীয় বন্ধু: বলিস কী, সবাই?প্রথম বন্ধু: সবাই, চাকর-বাকর পর্যন্ত।দ্বিতীয় বন্ধু: তোরা তাহলে সবাই খুব গানের ভক্ত!প্রথম বন্ধু: ধুর, তা নয়, আসলে আমাদের বাথরুমের ছিটকিনিটা নষ্ট তো, তাই!
এইচএন/এমকেএইচ