খেলাধুলা

বিকেএসপিতে নাঈমের ঝড়ো সেঞ্চুরি

চলতি ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের প্রথম রাউন্ডের প্রথম দিনেই সেঞ্চুরি করেছিলেন আবাহনীর ওপেনার জহুরুল ইসলাম। সে ধারা বজায় রেখে দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেও হলো সেঞ্চুরি, এবার করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের তরুণ ওপেনার মোহাম্মদ নাঈম।

Advertisement

জহুরুলের সেঞ্চুরিটি যেখানে ছিলো দলের দায়িত্ব কাঁধে নিয়ে, রয়ে সয়ে খেলে, সেখানে নাঈম খেলেছেন মারমুখী ব্যাটিংয়ে, ঝড়ো এক ইনিংস। বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বোলারদের রীতিমতো এক হাত নিয়ে ছেড়েছেন ১৯ বছর বয়সী এ তরুণ।

টসে হেরে ব্যাট করতে নেমে নাঈম ও আজমীরের উদ্বোধনী জুটিতে মাত্র ১৭.২ ওভারে ১৩২ রান পায় রূপগঞ্জ। যেখানে আজমীরের অবদান ৪৭ বলে ৪৮ রান। আজমীর ফিফটি করতে ব্যর্থ হলেও তিনটি করে চার-ছক্কার মারে ৪০ বলে ফিফটি করেন তরুণ নাঈম।

দ্বিতীয় উইকেটে এ তরুণের সঙ্গে জুটি বাঁধতে আসেন অধিনায়ক নাঈম ইসলাম। অভিজ্ঞ নাঈমকে সঙ্গে পেয়ে মারমুখী খেলা চালিয়ে নেয়ার সাহসটাও পেয়ে যান তরুণ নাঈম। মাত্র ৮১ বলে তুলে নেন নিজের লিস্ট 'এ' ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। শতরান করতে ৮টি চারের সঙ্গে ৫টি ছক্কা হাঁকান তিনি।

Advertisement

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভারে রুপগঞ্জের সংগ্রহ ১ উইকেটে ১৮২ রান। সেঞ্চুরিয়ান নাঈম ১০৪ এবং অধিনায়ক নাঈম ২৪ রানের ব্যাট করছেন।

দিনের অন্যান্য ম্যাচে মিরপুরে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে এখনো পর্যন্ত ৩০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৫ রান করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফতুল্লায় নবাগত উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৩১ ওভার শেষে আবাহনী লিমিটেডের সংগ্রহ ২ উইকেটে ১৩২ রান।

এসএএস/এমকেএইচ

Advertisement