খেলাধুলা

বিশ রানে টেলরের জোড়া জীবন : মাশুল দিচ্ছে বাংলাদেশ

তৃতীয় দিন শেষ বিকেলে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের বেশ কঠিন পরীক্ষাই নিয়েছিলেন দুই পেসার ইবাদত হোসেন চৌধুরী এবং আবু জায়েদ রাহী। মাত্র ৮ রানেই দুই ওপেনারকে সাজঘরকে ফিরিয়ে ভালো কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন আবু জায়েদ।

Advertisement

বৃষ্টির কারণে তৃতীয় দিন ভেসে যায় ২৫.২ ওভার। চতুর্থ দিন সকালে ফিরে একই ধারাবাহিকতায় বোলিং শুরু করেন রাহী এবং ইবাদত। দিনের মাত্র তৃতীয় ওভারেই ব্রেকথ্রু পেতে পারতো বাংলাদেশ। মাত্র দুই বলের ব্যবধানে দুইবার জীবন পান অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর।

আবু জায়েদ রাহীর করা ইনিংসের ১৫তম ওভারের প্রথম বলে শর্ট কভারে দাঁড়িয়ে হাতের ক্যাচ ছেড়ে দেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এক বল পরই স্লিপে দাঁড়িয়ে টেলরকে জীবন দেন তরুণ সাদমান ইসলাম অনিক। তখন মাত্র ২০ রানে খেলছিলেন টেলর। তিন বলের ব্যবধানে জোড়া জীবন পেয়ে টাইগারদের বেশ ভোগাচ্ছেন ডানহাতি এ মিডল অর্ডার ব্যাটসমান।

টেলর জীবন পেলেও সলিড ছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। দুজন মিলে তৃতীয় উইকেট জুটিতে গড়েন ১৭২ রানের জুটি। ইনিংসের ৪০তম তাইজুল ইসলামের বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান উইলিয়ামসন। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও তিনি ফেরেন ৭৪ রান করে।

Advertisement

তবে নিজের ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি করতে কোনো ভুল করেননি টেলর। মাত্র ৯৭ বলে করা সেঞ্চুরিতে ১৪টি চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকান টেলর। সঙ্গী হিসেবে এসে যান হেনরি নিকলস। তিনিও তুলে নেন নিজের ফিফটি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৮ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৩৩১ রান। টেলর-নিকলসের অবিচ্ছিন্ন জুটিতে এখনো পর্যন্ত এসেছে ১৫১ রান। টেলর ১৫৭ এবং নিকলস ৮৫ রানে ব্যাট করছেন। এরই মধ্যে কিউইদের লিড দাঁড়িয়েছে ১১৮ রানের। 

এসএএস/এমকেএইচ

Advertisement