দেশজুড়ে

নানা সঙ্কটে গাইবান্ধার বন্যার্ত মানুষ

করতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হলেও সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা, পলাশবাড়ি ও সদর উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘণ্টায় তিস্তা ২ ও করতোয়ার পানি ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে করতোয়ার পানি এখন বিপদসীমার ৩২ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তার পানি বেড়েছে ২ সে. মি.। এসময় ব্রহ্মপুত্রের পানি ১০ সে. মি. এবং ঘাঘটের পানি ৬ সে. মি. হ্রাস পেয়ে এখন বিপদসীমার সামান্য নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় গোবিন্দগঞ্জ পৌর এলাকাসহ গোবিন্দগঞ্জের আটটি ইউনিয়নের করতোয়া নদী তীরবর্তী এলাকা ব্যাপকভাবে জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে সুন্দরগঞ্জ এবং গোবিন্দগঞ্জ উপজেলার পানিবন্দি মানুষদের শুকনো খাবার, জ্বালানি, টয়লেট, বিশুদ্ধ পানি এবং গো-খাদ্য সঙ্কটে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও সাব রেজিস্ট্রার অফিস চত্বর, মহিলা কলেজ এবং উপজেলা পরিষদ ভবন সংলগ্ন কুটিবাড়ি এলাকা এখনো বন্যার পানিতে নিমজ্জিত। জেলা প্রশাসন সূত্র জানায়,  এ পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে  ২শ মেট্রিকটন চাল ও নগদ সাত লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ইতোমধ্যে ১৫০ মেট্রিকটন চাল এবং ৪ লাখ ৩০ হাজার টাকা দুর্গত মানুষদের মধ্যে বিতরণ করা হয়েছে। অমিতাভ দাশ হিমুন/এমজেড/এমআরআই

Advertisement