দেশজুড়ে

চৌহালীতে ৪ ঘণ্টায় ১০ ভোট

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে ভোট দিতে ভোটারদের মাঝে কোনো আগ্রহ দেখা যায়নি। ভোটার উপস্থিতিও কম। এ কারণে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে চার ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ১০টি। ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তারা অলস সময় কাটাচ্ছেন।

Advertisement

সরেজমিনে দেখা গেছে, চৌহালী উপজেলার ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়নের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। দুপুর ১২টার দিকে ওই কেন্দ্রের ৬নং বুথে মাত্র ১০টি ভোট পড়ে। এ সময় ভোট কেন্দ্রে কোনো ভোটারের উপস্থিতি পাওয়া যায়নি। একই চিত্র দেখা যায়, বেতিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। সেখানেও ভোটার উপস্থিতি নেই।

বেতিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা কামরুল ইসলাম জানান, শুরু থেকে ভোট কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। তবে ভোটারদের উপস্থিতি কম হওয়ায় অলস সময় কাটাতে হচ্ছে।

স্থানীয়দের দাবি, বিগত সময়ের নির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচনে একদলের প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করার ভোটাররা ভোট দিতে আগ্রহ হারিয়েছে ফেলছে। এ নির্বাচনে শুধু ক্ষমতাসীন দলের প্রার্থীরাই অংশগ্রহণ করেছে। দলীয় মনোনীত প্রার্থী বিজয়ী হবে- এমন ধারণা থেকে ভোটাররা ভোট দিতে আগ্রহ দেখাচ্ছেন না।

Advertisement

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম