সিরাজগঞ্জের কাজিপুরে জালভোট দিতে এসে আটক ইউপি সদস্যসহ চারজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরের দিকে উপজেলার খুদবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
Advertisement
দণ্ডপ্রাপ্তরা হলেন, কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ সদস্য শামীম হোসেন, একই গ্রামের জুয়েল রানা, বিপ্লব রানা ও আসিফ জাহান।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা জানান, উপজেলার খুদবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঢুকে জালভোট দেয়ার চেষ্টা করছিলেন ইউপি সদস্য শামীম হোসেনসহ তার তিন সহযোগী। এ সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শামীম হোসেনকে ৭ হাজার টাকা ও বাকিদের ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।
এদিকে রোববার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ শহরের সালেহা ইসহাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দিতে এসে দুই কিশোর আটক হয়েছে।
Advertisement
আটকরা হলো, পৌর এলাকার ধানবান্ধি মহল্লার ছানোয়ার হোসেন ছানার ছেলে সাকিব (১৬) ও তার সহযোগী একই এলাকার নাইম (১৮)।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস