তথ্যপ্রযুক্তি

আশেপাশে কোথায় বজ্রপাত হবে জানাবে অ্যাপ

আশপাশে কোথায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, কোথায় বজ্রপাতের সম্ভাবনা। এমন তথ্য জানাবে ‘দামিনী’ অ্যাপ।

Advertisement

মোবাইলে জিপিআরএস চালু থাকলে দামিনীর মাধ্যমে যে কেউ তার ২০-৪০ কিলোমিটারের মধ্য়ে থাকা বজ্রগর্ভ মেঘের সন্ধান জানতে পারবেন। বজ্রপাতের পূর্বাভাস মিলবে ৩০-৪০ মিনিট আগেই।

এছাড়াও বজ্রপাতের মধ্য়ে ঠিক কী করা উচিত বা উচিত নয়, তাও জানাবে দামিনী অ্যাপ।

গত বছরের নভেম্বরে গুগল প্লে স্টোরে প্রকাশ হওয়ার পর এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ অ্যাপটি ডাউনলোড করেছে।

Advertisement

বিজ্ঞানীরা বলছেন, কালবৈশাখীর চরিত্র বুঝতে পারলে শুধু যে পূর্বাভাস ঠিকঠাক দেওয়া যাবে তা নয়। সমূহ বিপদ থেকে মানুষকে বাঁচানো সম্ভব হবে। এক্ষেত্রে আবহাওয়া অফিসে বসানো রাডার এর মতো আরও উন্নতি প্রযুক্তির যন্ত্র সঠিক এবং তাড়াতাড়ি ঝড়ের পূর্বাভাস দেওয়া সম্ভব হবে।

এএ