সময়ের সাথে ফেসবুকে হ্যাকারদের দৌরাত্ম বাড়ছে। প্রতিদিন অ্যাকাউন্ট হারাচ্ছেন ব্যবহারকারীরা। তবে ফেসবুকের বিশেষ ফিচার ‘টু স্টেপ ভেরিফিকেশন’ এর মাধ্যমে খুব সহজেই আপনার অ্যাকাউন্টকে নিরাপদ করতে পারেন।
Advertisement
ফেসবুক টু স্টেপ ভেরিফিকেশন অ্যাকাউন্টের জন্য একটি উচ্চতর নিরাপদ ব্যবস্থা। এই ফিচার অ্যাকটিভ করলে আপনাকে মোবাইল ফোনে একটি মেসেজ আসবে। যেখানে একটি কোড থাকবে যা দিয়ে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।
জেনে নিন কিভাবে ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন অ্যাকটিভ করবেন -
১. প্রথমে আপনার অ্যাকাউন্টের Settings অপশনে প্রবেশ করুন। এরপর Account settings এ ক্লিক করুন।
Advertisement
২. Security and Login -এ ক্লিক করুন। এরপর Use two-factor authentication -এ ক্লিক করুন।
৩. Set Up লেখায় ক্লিক করুন। এরপর Start Setup লেখায় ক্লিক করুন।
৪. আপনার ফোন নাম্বার দিয়ে Continue ট্যাবে ক্লিক করুন। যেই নাম্বারটি আপনার ফোনে সব সময় থাকে সেই নাম্বারটি দিন। এই নাম্বারেই মেসেজ যাবে।
৫. আপনার ফোনে এসএমএস এর মাধ্যমে একটি কোড দেয়া হবে। ফাঁকা ঘরে কোডটি দিয়ে Confirm -এ ক্লিক করলেই আপনার ফেসবুক টু স্টেপ ভেরিফিকেশন অ্যাকটিভ হয়ে যাবে।
Advertisement
এএ