লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম মান্দারী গ্রামে এক শতাংশ জমি জবর দখলে নিতে প্রতিপক্ষের বিরুদ্ধে একটি পরিবার ও প্রতিবেশীদের ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, উপজেলার মান্দারী-চাঁদখালী সড়কের আমিন উল্লা মাস্টার বাড়ির সামনে পূর্ব-পুরুষের মালিকীয় রাজমিস্ত্রী ইউছুপের পরিবার এক শতাংশ জমি ভোগ দখল করে আসছেন। সম্প্রতি স্থানীয় প্রভাবশালী মুকবুল আহম্মেদ ওই জমির মালিকানা দাবি করে সন্ত্রাসীদের নিয়ে জবর দখলের চেষ্টা করেন। এতে ইউছুপের পরিবারের বাঁধার মুখে দখলে নিতে ব্যর্থ হন তারা। পরে এ নিয়ে গ্রাম্য ও উকিল সালিশ এবং ১৪৪ ধারায় মামলা হলে মুকবুল আহম্মেদের মালিকানা দাবি ভুয়া প্রমাণিত হয়।এতে ক্ষান্ত না হয়ে মুকবুল আহম্মেদ গত ২৬ জুলাই বসতঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে ইউছুপের পরিবারের ৪ সদস্যসহ ৯ জনকে আসামি করে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬নং আমলি আদালতে মামলা করেন। মামলা দায়েরের এক মাস আগে (৩০জুন) ঘটনার তারিখ উল্লেখ করা হয়।ইউছুপ জাগো নিউজকে জানান, তার এক শতাংশ জমির পাশে মুকবুল আহম্মেদের জমি রয়েছে। তার জমিটির গুরুত্ব বেড়ে যাওয়ায় মুকবুল আহম্মদ ভুয়া মালিকানা দাবি করে তার জমি জবর দখলের চেষ্টা করছে। বর্তমানে জমিটি দখলে নিতে তার পরিবার ও সালিশে অংশ নেয়া গণ্যমান্যদের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ এনে সাজানো মামলায় হয়রানি করা হচ্ছে। এ ব্যাপারে মুকবুল আহম্মেদের বক্তব্য পাওয়া যায়নি।মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল করিম দিপু জাগো নিউজকে জানান, মুকবুল আহম্মেদের বসতঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের কোনো ঘটনা তিনি শুনেননি। তবে এক শতাংশ জমি নিয়ে ইউছুপের সঙ্গে মুকবুলের বিরোধ রয়েছে বলে জানান তিনি।কাজল কায়েস/এমজেড/আরআইপি
Advertisement