বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) নিজস্ব কার্যালয় দেখে আজ সবচেয়ে বেশি খুশি হতেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব) আমজাদ খান চৌধুরী।শনিবার রাজধানীর সোবহানবাগের নাভানা নিউবারি প্লেসের ৭ম তলায় নিজস্ব কার্যালয়ের কার্যক্রম ও অফিস উদ্বোধনকালে এসব কথা বলেন বাপার সভাপতি ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।তিনি বলেন, বাপার নিজস্ব কার্যালয় দেখে যিনি সবচেয়ে বেশি খুশি হতেন তিনি হচ্ছেন বাপার প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব) আমজাদ খান চৌধুরী। অথচ তিনি আমাদের মাঝে এখন আর নেই। আর মাত্র কয়েকটি দিন বেঁচে থাকলে এই অফিসটি তিনি দেখে যেতে পারতেন। তার হাত ধরেই বাপা আজকের এ অবস্থানে।অঞ্জন চৌধুরী বলেন, আমজাদ খান চৌধুরী জীবিত থাকলে এই অফিস আমি উদ্বোধন করতাম না। তিনিই উদ্বোধন করে আমাদের দোয়া করে যেতেন। আজকের এমন একটি দিনে মেজর জেনারেল (অব) আমজাদ খান চৌধুরীকে খুব মিস করছি।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাপার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন, সহ-সভাপতি এমএ মোতালেব, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কোষাধ্যক্ষ মো. ইকতাদুল হক, নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ কমিটির সদস্যরা।এসআই/এএইচ/একে/আরআইপি
Advertisement