পরিসংখ্যান ব্যুরোর মহা-পরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ বলেছেন, ২০৪০ সালে বিশ্বের অর্থনীতিতে ২৩তম দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে কাজ করা হচ্ছে। শনিবার দুপুরে যশোরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।তিনি বলেন, ওই সময়ের মধ্যে এদেশের প্রায় ৯৫ শতাংশ মানুষ কর্মক্ষম থাকবে। বিশাল এ জনগোষ্ঠীকে কর্মক্ষেত্রে নিয়োগ করা গেলে গোটা দেশের চেহারা পাল্টে যাবে। আর এজন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটাতে হবে। যশোর সার্কিট হাউজে যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পরিসংখ্যান ব্যুরোর যুগ্ম পরিচালক এবং শুমারি প্রকল্প পরিচালক কবির উদ্দিন আহাম্মদ, এনএসডিসি সচিবালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান, কারিগরি শিক্ষাবোর্ডের উপ-পরিচালক এসএম শাহজাহান, যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল্লাহ, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক নজরুল ইসলাম, বিটিভি প্রতিনিধি ও হাবুজ্জামান ঝন্টু প্রমুখ। মিলন রহমান/এমজেড/এমআরআই
Advertisement