মিষ্টিজাতীয় খাবারের মধ্যে হালুয়ার কদর রয়েছে সব সময়ই। সুস্বাদু সব হালুয়া তৈরি করা যায় সহজেই। হালুয়ার রয়েছে নানা বৈচিত্র। সুজি, ডাল কিংবা ডিমের হালুয়া তো খাওয়া হয়ই, চাইলে তৈরি করতে পারেন বাদামের হালুয়া। চলুন রেসিপি জেনে নেয়া যাক-
Advertisement
আরও পড়ুন: গুড়ের পানতোয়া তৈরি করবেন যেভাবে
উপকরণ
কাজু বাদাম ২ কাপছানা ২ কাপচিনি ২ কাপএলাচ গুঁড়া সিকি চা চামচঘি আধা কাপময়দা ১ টেবিল চামচকিসমিস ১ টেবিল চামচকাজু ও পেস্তা বাদাম সাজানোর জন্য।
Advertisement
প্রণালি
কাজু বাদাম হালকা ভেজে তিন-চার ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। পানি থেকে তুলে কাজু বাদাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার চুলায় পাত্রে ঘি দিয়ে কাজু বাদাম ও ছানা দিয়ে নাড়তে থাকুন এবং চিনি দিন। ময়দা, এলাচ গুঁড়া দিন।
আরও পড়ুন: ছানার পুডিং তৈরির রেসিপি
হালুয়া হয়ে এলে প্লেটে ঢেলে পিস করে নিন। সবশেষে সাজিয়ে ওপরে কিসমিস, কাজু ও পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু বাদামের হালুয়া।
Advertisement
এইচএন/এমকেএইচ