দেশজুড়ে

দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ

দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রেখেছে মোটর-বাস শ্রমিকরা। বীরগঞ্জে যাত্রী তোলাকে কেন্দ্র করে অটোবাইক চালক ও বাস হেলপারের মারামারির জের ধরে এ ঘটনা ঘটেছে।শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।শাহী পরিবহনের চালক মো. রবিউল ইসলাম জানান, ঠাকুরগাঁও জেলার গড়েয়া হাট থেকে ছেড়ে আসা শাহী পরিবহন (ঢাকামেট্রো-জ-০৪-০৭৬১) বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের ডাঙ্গার হাট নামক এলাকায় আসা মাত্র সেখানে অপেক্ষমান বাসযাত্রীদের অটোবাইক চালক তার অটোবাইকে তোলার চেষ্টা করে। এসময় বাসের হেলপার মো. নুর আলম (২০) বাধা দিলে অটোবাইক চালক তাকে মারধর করে শার্ট ছিড়ে ফেলে। আমরা এগিয়ে আসলে সে দ্রুত অটো নিয়ে পালিয়ে যায়।পরে বীরগঞ্জ পৌর শহরে এসে বিচারের দাবিতে সড়ক অবরোধ শুরু হয়।দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন বীরগঞ্জ শাখার সভাপতি মো. শহীদুল ইসলাম জানান, এখন অবরোধ চলছে অভিযুক্ত অটোবাইক চালককে গ্রেফতার না করলে আমরা অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডাকতে বাধ্য হবো।সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) মো. ফখরুল ইসলাম, দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক মো. শামসুল আলম, এসআই গাবুর আলী, এসআই শফিউর রহমান, দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন বীরগঞ্জ শাখার সভাপতি মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আহম্মেদ আলী দফায় দফায় বেঠক করছে। বীরগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) মো. ফখরুল ইসলাম জানান, আলোচনায় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন অটোবাইক চালকের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। অবরোধের কারণে সড়কের দুধারে শতাধিক গাড়ি আটকা পড়ে এতে শত শত যাত্রীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।এমদাদুল হক মিলন/ এমএএস/এমআরআই

Advertisement