দেশে একসঙ্গে বিদ্যুৎও গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে দুর্ভোগে জণগন পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন।রওশন এরশাদ বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যাপক কমার পরও দেশে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম কমার আশা করেছিল মানুষ। কিন্তু সরকার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে জনআকাঙ্ক্ষার বিপরীত কাজ করেছে। এজন্য দুর্ভোগে পড়বে জনগণ। বিরোধী দলীয় নেতা বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে ব্যবসা ও বিনিয়োগসহ সার্বিক অর্থনীতিতেও। কারণ এখন উৎপাদন ব্যয় বেড়ে গেলে উদ্যোক্তারা ক্ষতির সম্মুখীন হবেন। এ ঝুঁকি নিয়ে অনেকেই বিনিয়োগে আসতে চাইবেন না। ফলে নিরুৎসাহিত হবে বেসরকারি খাত। বিরোধী দলীয় নেতা আশা প্রকাশ করে বলেন, সার্বিক দিক বিবেচনা করে সরকারের উচিত বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা এবং একই সঙ্গে জ্বালানি তেলের দাম কমিয়ে আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সঙ্গতিপূর্ণ করা। এইচএস/এসকেডি/এমআরআই
Advertisement