ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের প্রথম রাউন্ডকে বোলারদের আধিপত্যের রাউন্ড বললে খুব একটা ভুল বলা হবে না। কেননা লিগের প্রথম দিনে তিন ম্যাচের কোনোটিতেই আড়াইশ রানও করতে পারেনি কেউ। আজ দ্বিতীয় দিনে রান কমলো আরো। কেউই পেরুতে পারেনি দুইশ রানের কোটা।
Advertisement
বিকেএসপিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৪৫.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৮২ রান করতে সক্ষম হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩২ রানে ৫ উইকেট নিয়েছেন শফিউল ইসলাম। মাত্র ২৯ রানে ৬ উইকেট পতনের পর তৌহিদ তারেকের ৫৬ এবং শামসুল ইসলামের অপরাজিত ৭১ রানের ইনিংসেই বলার মতো সংগ্রহ পেয়েছে গাজী গ্রুপ।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও পুরো ৫০ ওভার খেলতে পারেনি শাইনপুকুর ক্রিকেট ক্লাব। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৪৭.১ ওভারে আউট হওয়ার আগে ১৭৫ রান করতে সক্ষম হয়ে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করে অপরাজিত থাকেন দেলোয়ার হোসেন। বল হাতে ফরহাদ রেজা ৩টি এবং আরাফাত সানি নিয়েছেন ২টি উইকেট।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামেও মিলেছে একই দৃশ্যের দেখা। সেখানে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি অলআউট হয়েছে ৪৬.৫ ওভারে। তবে করেছে দিনের সর্বোচ্চ ১৯৫ রান। সর্বোচ্চ ৩৫ রান করেন ভারতীয় রিক্রুট অশোক মেনারিয়া। বল হাতে আরিফুল হক ৪ এবং অলক কাপালি নিয়েছেন ৩ উইকেট।
Advertisement
এর আগে টুর্নামেন্টের প্রথম দিন বিকেএসপিকে ৬০ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে নবাগত উত্তরা স্পোর্টিং ক্লাবের জয় ৯ রানের ব্যবধানে, ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৩ উইকেটে জিতেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
এসএএস/এমএস