জাতীয়

গ্রামের বাড়িতে কাজী জাফরের মরদেহ

সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমেদের কুমিল্লা, সদর দক্ষিণ ও চৌদ্দগ্রামে জানাজা শেষে শনিবার দুপুর পৌনে ৩টার দিকে মরদেহ জন্মস্থান চৌদ্দগ্রামের চিওড়া গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সর্বস্তরের লোকজনের শ্রদ্ধা শেষে বাদ আছর চিওড়া সরকারি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও নামাজে জানাজা শেষে তাকে বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হবে। এর আগে বেলা পৌনে ১২ টায় কুমিল্লা ঈদগাহ মাঠে প্রথম জানাজা এবং বেলা সাড়ে ১২ টায় সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী উচ্চ বিদ্যালয় মাঠে ২য় এবং দুপুর সোয়া ২ টায় চৌদ্দগ্রাম ঈদগাহ মাঠে ৩য় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা জাপার (এরশাদ) সভাপতি খায়েজ আহাম্মদ, সাধারণ সম্পাদক খোরশেদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে কাজী জাফরের কফিনে পুস্পার্ঘ্য অর্পণ করা হয়। এদিকে বাবার মরদেহ দেখতে প্রয়াত কাজী জাফরের ছোট মেয়ে কাজী রুনা আহমেদ, তার স্বামী ইফতেখার হোসেন ইফতু, তাদের ২ সন্তান এবং ভাতিজা কাজী নাহিদ আমেরিকা থেকে দুপুর ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা গ্রামের বাড়িতে পৌঁছার পর বাদ আছর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে। দুপুর পৌনে ৩ টায় মুঠোফোনে কাজী জাফরের একান্ত সহকারী গোলাম মোস্তফা এ সকল তথ্য জানান। কামাল উদ্দিন/এসএস/এমআরআই

Advertisement