খেলাধুলা

মত বদলালেন ওয়াটসন, ১৪ বছর পর যাচ্ছেন পাকিস্তানে

মত বদলালেন শেন ওয়াটসন। শুরুতে জানিয়েছিলেন এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সংযুক্ত আমিরাতের ম্যাচগুলো শুধু খেলবেন। তবে শেষ পর্যন্ত পাকিস্তানে খেলতে যেতেও রাজি হলেন অস্ট্রেলিয়া দলের সাবেক এই অলরাউন্ডার।

Advertisement

পিএসএলের গত আসরে যে কয়েকজন বিদেশি খেলোয়াড় পাকিস্তান খেলতে যেতে রাজি হননি, তাদের মধ্যে ছিলেন ওয়াটসনও। এবারও এমনটাই কথা ছিল। তবে ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার মত বদলেছেন।

বুধবার এক বিবৃতিতে ওয়াটসন জানিয়েছেন, 'এটা কঠিন একটা সিদ্ধান্ত ছিল। আমার পরিবারের দিক থেকে দেখলে তো আরও। তবে আমার স্ত্রী আর পরিবার এবার সমর্থন দিয়েছে। শেষ ১৪ বছর আগে পাকিস্তান খেলতে গিয়েছিলাম। এবার আমি খুব রোমাঞ্চিত।'

কোয়েটা গ্ল্যাডিয়টর্সের হয়ে হয়ে চলতি আসরে ৩৩২ রান করেছেন ওয়াটসন। নয় ম্যাচের মধ্যে সাতটিতে জিতে প্লে-অফ নিশ্চিত করেছে তার দল।

Advertisement

শেষবার ওয়াটসন পাকিস্তান সফরে গিয়েছিলেন অস্ট্রেলিয়া 'এ' দলের হয়ে। রাওয়ালপিন্ডি আর লাহোরে দুটি প্রথম শ্রেণির ম্যাচ এবং তিনটি ওয়ানডে খেলেছিলেন ওয়াটসন, তখন তার বয়স ২৪ বছর।

এমএমআর/এমকেএইচ