খেলাধুলা

ব্রাদার্সের বিপক্ষে শেষ ওভারে জয় রূপগঞ্জের

ঢাকা প্রিমিয়ার লিগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক ম্যাচে মোহাম্মদ শরীফের ব্রাদার্স ইউনিয়নকে ৩ উইকেট আর ১ বল হাতে রেখে হারিয়েছে নাঈম ইসলামের দল লিজেন্ডস অব রূপগঞ্জ।

Advertisement

টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২২০ রান তুলতে পেরেছি ব্রার্দাস ইউনিয়ন। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন ইয়াসির আলী। ৬৯ বলে ৫ বাউন্ডারি আর ২ ছক্কায় এই ইনিংসটি সাজান বিপিএলে নজর কাড়া এই ব্যাটসম্যান। এছাড়া ফজলে মাহমুদ ৩৪ আর শরিফুল্লাহ করেন ৩৫ রান।

রূপগঞ্জের পক্ষে ২টি করে উইকেট নেন মুক্তার আলী আর নাবিল সামাদ।

২২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একটা সময় বেশ ভালো অবস্থানে থাকলেও পরে ম্যাচ থেকে ছিটকে পড়ার অবস্থা হয়ে গিয়েছিল রূপগঞ্জের। ৩ উইকেটেই ১২২ রান তুলে ফেলা দলটি ২১১ রানের মধ্যে হারিয়ে ফেলে ৭ উইকেট।

Advertisement

সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হন দলকে এগিয়ে নেয়া শাহরিয়ার নাফিস। ৯৮ বলে মাত্র ২ বাউন্ডারিতে ৫৯ রানের ধৈর্য্যশীল এক ইনিংস খেলেন এই বাঁহাতি। যে ইনিংসটি ধীরগতির মনে হলেও শেষ পর্যন্ত দলের জয়ে বড় অবদান রেখেছে।

শেষ ওভারে ৯ রান দরকার ছিল রূপগঞ্জের। ভারতীয় পেসার চিরাগ জানি প্রথম দুই বলে মাত্র এক রান দেন। তবে তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচটা শেষ করে দেন মুক্তার আলী। পরের দুই বলে দুই সিঙ্গেলসে জয়ের আনন্দে মাতে রূপগঞ্জ।

চিরাগ জানি ৩ উইকেট পেলেও খরচ করেন ৬৫ রান। ২টি উইকেট নেন মোহাম্মদ শরীফ।

এমএমআর/এমকেএইচ

Advertisement