ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ডেনমার্কের কোপেনহেগেনে বৃহস্পতিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়া’র সঞ্চালনায় এ সভা হয়। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।
Advertisement
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণই ছিল বাংলাদেশের স্বাধীনতার মূল মন্ত্র। বজ্রকণ্ঠের এ বক্তৃতা মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে প্রতিনিয়ত বাজানো হত। বিশেষ করে ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম-,’ অনবরত বাজত। যেটা থেকে আমাদের মুক্তিযোদ্ধারা অনুপ্রেরণা পেতেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ডেনমার্ক আওয়ামী লীগ নেতা মোতালেব ভূঁইয়া , হিল্লোল বড়ুয়া ,মোহাম্মদ ইউসুফ, আবদুল আল জাহিদ, ফাহমিদ আল মাহিদ, আহসান উজ্জামান, ডেনমার্ক যুবলীগ নেতা আমির জীবন, ডেনমার্ক ছাত্রলীদের সভাপতি ইফতেখার সম্রাট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
জেডএ/এমকেএইচ
Advertisement