প্রবাস

৭ই মার্চের গুরুত্ব শীর্ষক কুয়েতে আলোচনা সভা

বাংলাদেশ দূতাবাস কুয়েতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় রাষ্ট্রদূত এস এম আবুল কালামের নেতৃত্বে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, দূতালয় প্রধান ও প্রথম সচিব মোহাম্মদ আনিসুজ্জান।

Advertisement

উপস্থিত ছিলেন পাসপোর্ট ও ভিসা সচিব জহিরুল ইসলাম, খান, সোনালী ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, সাজেদুল ইসলাম, মো. ফরিদ উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ দূতাবাস কুয়েতের রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্বে ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জানের সঞ্চলনায় কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তারপর দূতাবাসের কর্মকর্তারা একে একে বাণী পাঠ করে শোনান।

সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা কুয়েত প্রবাসী কমিউনিটির নেতারা বক্তব্য দেন।

Advertisement

এমআরএম/এমএস