লাইসেন্স ব্যতিরেকে ড্রিংকিং ওয়াটার বিক্রি/বিতরণ করার অপরাধে ৪ প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
Advertisement
আজ বৃহস্পতিবার মহাখালী, বনানী, ৩০০ ফিট রাস্তা, খিলক্ষেত, এয়ারপোর্ট, উত্তরা জসিম উদ্দিন, রাজলহ্মী, আজমপুর, আব্দুল্লাপুর বেড়িবাঁধ, উত্তরখান ও দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ করে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির উপ-পরিচালক (সিএম প্রকৌশলী মো. রুহুল আমীন। তাকে সহায়তা করে বিএসটিআইয়ের একটি সার্ভিল্যান্স টিম।
বিএসটিআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সায়েদাবাদের স্বস্তি ড্রিংকিং ওয়াটার, দক্ষিণখানের সুপার সুরমা ড্রিংকিং ওয়াটার, আশকোনার মা ড্রিংকিং ওয়াটার এবং রাফা ড্রিংকিং ওয়াটার গাওয়াইর দক্ষিণখান প্রতিষ্ঠানের পানির লাইন বিচ্ছিন্নসহ পানির উৎপাদন বন্ধ করে দেয়া হয়।
Advertisement
এ ছাড়া এসব এলাকায় মোট ২৩টি হোটেল, রেস্তোরাঁ ও টি স্টলে অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৬০টি নোংরা ও ননফুড গ্রেড পানির জার ধ্বংস করা হয়। এ অভিযানে বিএসটিআই’র সহকারী পরিচালকসহ ফিল্ড অফিসাররা অংশ নেয়।
এমইউএইচ/এসআর/এমকেএইচ