রাজনীতি

সুলতান মনসুর বহিষ্কার

গণফোরাম থেকে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গণফোরাম সাধারণ সম্পাক মোস্তফা মোহসিন মন্টু এ কথা জানান। এছাড়াও মোকাব্বির খান শপথ নেবেন না বলেও জানান তিনি।

Advertisement

মোস্তফা মোহসিন মন্টু বলেন, সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নৈতিকতা, জন ও সংসদীয় রীতি বিরোধী কাজ করেছেন সুলতান মোহাম্মাদ মনসুর আহমেদ। তাই তার গণফোরামের প্রাথমিক সদস্য পদ বাতিল করা হলো। সেইসঙ্গে তাকে দল থেকে বহিষ্কার করা হলো। একইসঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হলো।

তিনি বলেন, মোকাব্বির খান সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না। তিনি সিলেট-২ আসন থেকে নির্বাচিত এবংমনসুর আহমেদ মৌলভীবাজার-২ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন।

শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেই সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছি, সুলতান মনসুরের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে গণফোরামের এই নেতা বলেন, আমাদের দলের নেতা ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমিসহ সকলে বৈঠক করে তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি।

Advertisement

তিনি বলেন, কারো মনের কথা তো বোঝা যায় না। আমরা উনাকে ঠিক চিনে উঠতে পারিনি!

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ।

কেএইচ/এসএইচএস/পিআর

Advertisement