লাইফস্টাইল

ফিশ বার্গার তৈরির রেসিপি

সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার খেতে চাইলে বেছে নিতে পারেন ফিশ বার্গার। যেসব শিশু মাছ খেতে চায় না, তাদের জন্য একটি মজার খাবার হতে পারে এই ফিশ বার্গার। এটি আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন। চলুন রেসিপি জেনে নেয়া যাক-

Advertisement

আরও পড়ুন: বিফ নাগেটস তৈরির রেসিপি

উপকরণ

ফিশ ফিলে তৈরি করতে:

Advertisement

যে কোনো বড় মাছের ফিলে ২টিলেবুর রস ১ টেবিল চামচগোলমরিচ গুঁড়া ১ চা চামচসয়াসস ১ চা চামচ, ডিম ১টিব্রেডক্রাম পরিমাণমতোতেল পরিমাণমতো লবণ স্বাদমতো।

বার্গার তৈরি করতে:

বার্গার রুটি ২টিমেয়োনেইজ ১ টেবিল চামচস্লাইস চিজ ১টিশসা ২ টুকরাটমেটো ৩ টুকরালেটুস পাতা ১টিটমেটো কেচাপ ১ টেবিল চামচ।

প্রণালি

Advertisement

মাছের ফিলের সঙ্গে ব্রেডক্রাম ও তেল ছাড়া সব উপকরণ দিয়ে ১ ঘণ্টা মাখিয়ে রাখুন। ফিশ ফিলে ভাজার আগে ব্রেডক্রামে জড়িয়ে ১০ মিনিট ফ্রিজে রেখে গরম তেলে ভেজে তুলুন।

আরও পড়ুন: নিরামিষ বিরিয়ানি রাঁধবেন যেভাবে 

রুটির মাঝখানে কেটে মেয়োনেজ লাগিয়ে শসা, টমেটো, লেটুস পাতা, ফিশ ফিলে টমেটো কেচাপ ও চিজ দিয়ে সাজিয়ে টুথপিক দিয়ে গেঁথে বার্গার তৈরি করুন।

শসা ও টমেটো দিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার ফিশ বার্গার।

এইচএন/এমকেএইচ