জাতীয়

জজ কোর্টে লিফট দুর্ঘটনায় আহতরা কাতরাচ্ছেন ঢামেকে

ঢাকা মহানগর দায়রা জজ কোর্টের পুরাতন পাঁচতলা ভবনের চারতলা থেকে লিফট ছিঁড়ে আহত ১২ জনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি আছেন সাতজন। আহতদের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত রয়েছে। আঘাতের ব্যাথায় ঢামেকে কাতরাচ্ছেন তারা।

Advertisement

এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ কোর্ট ভবনের পাঁচতলা থেকে একটি লিফট ছিঁড়ে পড়ে ১২ জন আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। আহতদের প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পড়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে।

ঢামেকে ভর্তি আছেন- হাজিরা দিতে আসা আসামি সুজন (২২), আইনজীবী সোয়াদ খান (৩৫), পেশকার সুমন (২৫), আইনজীবী কাউসার আজম মিঠু (৩৫), লিফটম্যান জাহাঙ্গীর (৫০), আইনজীবী আইয়ুব আলী (৫৮), মহুরি আমিন, আইনজীবী সুলতান আহমেদ (৩১)। এদের মধ্যে আসামি সুজনকে চিকিৎসা শেষে ছেড়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকি সবাই ঢামেকে ভর্তি আছেন।

এদিকে ঢাকা মেডিকেল কলেজের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন উপস্থিত সাংবাদিকেদের বলেন, ঢামেকে ভর্তি হওয়া সবার চিকিৎসা চলছে । তবে আহতদের মধ্যে তিনজনের মাথায় আঘাত আছে। বাকিদের শরীরের বিভিন্ন অংশে আঘাত রয়েছে।

Advertisement

ঢামেকে ভর্তি থাকা আহতদের দেখতে এসে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহুরুল হক বলেন, এটা একটা দুর্ঘটনা। আহতরা সবাই চিকিৎসাধীন আছেন। তাদের সার্বিকভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। লিফট ছিঁড়ে পড়ার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। খুব শিগগিরই তারা তদন্ত প্রতিবেদন জমা দেবেন। তখন এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এএস/এআর/এমবিআর/এমকেএইচ