জাতীয়

রাজধানীতে হৃদরোগ বিশেষজ্ঞদের মিলনমেলা কাল

রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে শুক্রবার ‘বাংলাদেশ ইন্টারভেনশনাল সিথ্রি (কমপ্লেক্স কার্ডিওভাসকুলার ক্যাথেটার থিউরোপেটিকস) কনফারেন্স’ অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের প্রখ্যাত কার্ডিওলজিস্টরা অংশগ্রহণ করবেন।

Advertisement

বাংলাদেশ কার্ডিওভাসকুলার রিসার্চ ফাউন্ডেশন সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) র হৃদরোগ বিভাগের ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট এবং সিথ্রি’র কোর্স কো-অর্ডিনেটর বাংলাদেশ অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান বলেন, ‘দেশ- বিদেশের প্রখ্যাত বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ইন্টারভেনশাল সিথ্রি শীর্ষক এ সম্মেলনে হৃদরোগের অত্যাধুনিক চিকিৎসার কলাকৌশল ও সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পর্কে পারস্পরিক তথ্য উপাত্ত নিয়ে বিশদ আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে হৃদরোগ চিকিৎসকরা উপকৃত হবেন।

সম্মেলনের সাফল্য কামনা করে ইতোমধ্যেই রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ দেশ-বিদেশের হৃদরোগ বিশেষজ্ঞরা বিবৃতি দেন।

দেশীয় চিকিৎসকদের মধ্যে অংশগ্রহণ করবেন প্রফেসর ডা. আফজালুর রহমান, প্রফেসর ডা. সৈয়দ আলী আহসান, ডা. এন এ এম মমিনুজ্জামান, প্রফেসর ডা. এম মাকসুমুল হক, ডা. এ পি এম সোহরাবউজ্জামান, ডা.শামস মনওয়ার, প্রফেসর ফজিলা মালিক ও প্রফেসর (ইমিরেটাস) ডা. সুফিয়া রহমান।

Advertisement

এ ছাড়া বিদেশি হৃদরোগ বিশেষজ্ঞাদের মধ্যে রয়েছেন সুইডেনের গোরান ওলিভক্রোনা, চীনের প্রফেসর ইয়ংজিয়ান, মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার রাজেশ এম দেব, ডেনমার্কের পিটার ক্লিমেনসেন, ভারতের লাক্ষৌর প্রফেসর ডা. প্রবীন কে গোয়েল, গুরুগাঁওয়র বালভীর সিং ও কলকাতার প্রকাশ হাজরা প্রমুখ।

এমইউ/এমআরএম/জেআইএম