স্পেনের বার্সেলোনায় বাংলাদেশি মহিলাদের সংগঠন মহিলা সমিতি বার্সেলোনার উদ্যোগে ‘বসন্তবরণ ১৪২৫ বাংলা ও পিঠা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (৩ মার্চ) বার্সেলোনা মিউনিসিপল সিটির একটি হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Advertisement
আয়োজক সংগঠনের সভাপতি মেহতা হকের পরিচলানায় ও সংগঠনের সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শুরু হয়। বিকেল থেকেই বাংলাদেশি গৃহিণীদের তৈরি বিভিন্ন পিঠা উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হতে থাকে।
এরপর সন্ধ্যা ৭টায় উপস্থিত বাংলাদেশি কমিউনিটি এবং স্থানীয় স্প্যানিশ অতিথিবৃন্দের মাঝে হরেক রকমের নানান স্বাদের পিঠা পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
বাংলার ঐতিহ্যবাহী পিঠার মধ্যে উল্লেখযোগ্য ছিল ভাপা পিঠা, খোলা চিতই, দুধ চিতই, পুলি, দুধপুলি, ক্ষিরেভরা পাটিসাপটা, সুন্দরী পাকান, আমিত্তি, নকশী, ফুলঝুরি, মুগডালের নকশী, প্রাণহারা, চুকটি, জামদানিসহ নানা স্বাদের পিঠা।
Advertisement
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘বসন্ত এসে গেছে’ শিরোনামে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মুন্নি ও শিবা চৌধুরীর উপস্থাপনায় এই অনুষ্ঠানে বাংলাদেশি স্থানীয় শিল্পীবৃন্দ বসন্তবরণের গানসহ দেশাত্মবোধক ও ফোক গান পরিবেশন করেন।
এছাড়া ছিল শিশুশিল্পীদের নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানে বার্সেলোনার সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মহিলা সমিতি বার্সেলোনা সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিত বসন্তবরণ ও পিঠা উৎসবের আয়োজন করে থাকে।
সংগঠনের সভাপতি মেহতা হক জানু এ প্রসঙ্গে বলেন, প্রবাসের মাটিতে বাংলাদেশিদের, বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্মের শিশুদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে পরিচিত করে তুলতেই মূলত আমাদের এই প্রচেষ্টা।
Advertisement
নানা প্রতিকূলতা সত্ত্বেও তাদের এই প্রচেষ্টায় স্থানীয় সকল বাংলাদেশিদের অংশগ্রহণমূলক সহযোগিতা প্রত্যাশা করেন।
বিএ