আসছে কোরবানি ঈদের জন্য ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা অঞ্জন আইচ একটি টেলিছবি নির্মাণ করছেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, মিশু সাব্বির, তমালিকা কর্মকার ও প্রিয়া আমান প্রমুখ।নির্মাতা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে এর শুটিং শুরু হয়েছে উত্তরায়। শনিবার হাতিরঝিলের প্রিয়াংকা শুটিংস্পটে কিছু দৃশ্যধারনের মধ্য দিয়ে এর কাজ শেষ করা হবে। টেলিছবির গল্প সম্পর্কে জানা গেছে, এক অসম দম্পতির গল্প এখানে। বয়সের ব্যবধান তাদের দশের মত। দুজনেই মেন্টাল ডিজঅর্ডার। রাতের আঁধারে একজন আরেকজনকে খুন করতে চায়। ফলে দুজনের মনে দানা বাঁধে অবিশ্বাস। নেমে আসে দুর্বিষহ যন্ত্রণা। টেলিছবিটি ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হওয়ার কথা রয়েছে।এলএ/এমএস
Advertisement