রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রতিষ্ঠার সাত বছরেও কাটেনি শিক্ষার্থীদের আবাসিক সংকট। দীর্ঘদিন পর জাতির জনকের নামে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আসন বরাদ্দের জন্য ৩০ এবং ৩১ আগস্ট সাক্ষাৎকারের আহ্বান করা হলেও নানা কারণে তা আবারো অনিশ্চিত হয়ে পড়েছে।ইতোপূর্বে পরপর তিনবার আসন বরাদ্ধের জন্য সাক্ষাৎকার আহ্বান করে বঙ্গবন্ধু হল প্রশাসন।সর্বশেষ গত বছরের ১০ নভেম্বর হলের প্রভোস্টকে লাঞ্ছিত করার অভিযোগ এনে সাক্ষাৎকার স্থগিত করেছিল তৎকালীন হল প্রশাসন। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা না থাকায় এবং সহকারী প্রক্টর শাহীনুর রহমান ও সিএসই বিভাগের ছাত্রী লাঞ্ছিত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়ায় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে গত বুধবার বেলা ১১টায় ক্যাম্পাসে মানববন্ধন করেছেন।মানববন্ধনে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা নিজেদের অনিরাপদ দাবি করে বলেন,যে বিশ্ববিদ্যালয়ের পরপর দুইবার সহকারী প্রক্টর লাঞ্ছিত।সেখানে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দেবে কে?গত সোমবার ও মঙ্গলবার ছাত্রীকে উত্যক্ত করাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দু`গ্রুপের সংঘর্ষ হয়। এসময় ছাত্রলীগের একটি গ্রুপ সহকারী প্রক্টর শাহীনুর রহমানকে লাঞ্ছিত করায় রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ পাওয়া গেছে।এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় অতিরিক্ত নিরাপত্তা চেয়ে গত বুধবার বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তর বরারর লিখিত আবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট কমলেশ চন্দ্র রায়।প্রক্টর দপ্তরের সেকশন অফিসার শহীদ-আল-মামুন হল প্রশাসনের লিখিত আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের একাধিক শিক্ষক ও কর্মকর্তা জানান,বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুবই শঙ্কিত। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শফিকুল ইসলাম।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সিরাজ-উদ–দৌলা বলেন,আবেদনের ব্যাপারে আমি কিছুই জানি না। হলের নিরাপত্তার ব্যাপারে কি ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে জানতে চাইলে সহকারী প্রক্টর শাহীনুর রহমান জানান, হলের নিরাপত্তার বিষয়টি নিয়ে আমি কিছু বলতে পারছি না।২০০৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগে প্রায় সাত হাজার শিক্ষার্থী রয়েছে। যেখানে কেবলমাত্র ছাত্রীদের জন্য একটি আবাসিক হল চালু রয়েছে।এমএএস/এমএস
Advertisement