দেশজুড়ে

বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাসের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মুশুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা বলেন, নির্মাণশ্রমিকদের নিয়ে যাওয়া পিকআপভ্যানের সঙ্গে বিপরীতমুখী একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নির্মাণশ্রমিক নিহত হন। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা না গেলেও শিবালয় উপজেলার ভাকলা গ্রামে বাড়ি বলে জানা যায়। দুর্ঘটনায় আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

বি.এম খোরশেদ/এএম/এমএস

Advertisement