খেলাধুলা

শ্রীনিবাসন থাকায় বোর্ডসভা স্থগিত

গুঞ্জনকে সত্য প্রমাণিত করে শুক্রবার কলকাতায় বিসিসিআইয়ের কার্যকরী কমিটি বৈঠকে যোগ দিয়েছিলেন শ্রীনিবাসন। শ্রীনিবাসনের উপস্থিতির কারণে বৈঠক শুরু হলেও তা শেষ হওয়ার আগেই স্থগিত ঘোষণা করেন বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়া।শনিবার বিসিসিআইয়ের কার্যকরী কমিটির বৈঠকে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসাবে যোগ দেন শ্রীনিবাসন। কিন্তু শ্রীনির ব্যাপারে লোধা কমিশন পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেয়নি, তাই ছাড়পতে পাননি তিনি। এমন পরিস্থিতিতে শ্রীনি কীভাবে বোর্ডের কার্যকরী কমিটি বৈঠকে যোগ দিতে পারেন তা নিয়ে প্রশ্ন করেন এমসিএ-র প্রেসিডেন্ট শরদ পওয়ার। প্রশ্ন তোলেন বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিও।  শ্রীনিকে নিয়ে প্রচণ্ড বাক-বিতন্ডা শুরু হওয়াতে শেষ পর্যন্ত বৈঠক মুলতবি হয়ে যায়। বৈঠক ছেড়ে চলে যান বিসিসিআই সভাপতি ডালমিয়া। সাময়িকভাবে স্থগিত হয় বৈঠক!উল্লেখ্য, বিসিসিআইয়ের কার্যকরী কমিটির মিটিংয়ে আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের ভাগ্য ঠিক হওয়ার কথা ছিল।এমআর/এমএস

Advertisement