জাতীয়

অ্যাপোলো হাসপাতালের ফুড ভিলেজে ডাস্টবিন খোলা, জরিমানা

রাজধানীর অ্যাপোলো হাসপাতালের ফুড ভিলেজে ডাস্টবিন খোলা অবস্থায় থাকা ও আমদানি করা পণ্যে স্টিকার না থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

বুধবার অ্যাপোলো হাসপাতালে অভিযানে গিয়ে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

অভিযান তদারকি করেন অধিদফতরে উপ-পরিচালক শাহীন আরা মমতাজ। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহামনা আক্তার ও রজবী নাহার রজনী।

Advertisement

অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, অ্যাপোলো হাসপাতালের ফুড ভিলেজে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে সার্বিক কার্যক্রম ভালো থাকলেও ডাস্টবিন খোলা অবস্থায় দেখা যায়। একটি উন্নতমানের হাসপাতালে এভাবে ডাস্টবিন খোলা রাখা ঠিক নয়।

এ ছাড়া সেখানে আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশি পণ্য পাওয়া যায়, যা ভোক্তা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এসআই/এসআর/এমএস

Advertisement