আন্তর্জাতিক

মুসলিম নিপীড়ন নিয়ে ভারতকে সতর্ক করল জাতিসংঘ

ভারতের ‘বিভাজনের নীতি’ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অ্যাজেন্ডা বাস্তবায়নে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বুধবার সংস্থাটির মানবাধিকারবিষয়ক প্রধান মিশেল বেচলেট এই উদ্বেগ প্রকাশ করে ভারতকে সতর্ক করে দিয়েছেন।

Advertisement

তিনি বলেছেন, সরকারের ‘বিভাজনের নীতি’র কারণে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতির মুখে পড়তে পারে। সংকীর্ণ রাজনৈতিক অ্যাজেন্ডা ইতোমধ্যে ভারতের প্রান্তিক সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য অসমতার সমাজ তৈরি করেছে।

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বার্ষিক এক প্রতিবেদনে তিনি এসব তথ্য তুলে ধরেছেন। বুধবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

আরও পড়ুন : আমিরাতে সরকারি-বেসরকারি খাতে সমানসংখ্যক ছুটি ঘোষণা

Advertisement

মিশেল বেচলেট বলেন, আমরা এমন খবর পেয়েছি যে ভারতে সংখ্যালঘুরা নিপীড়িত এবং টার্গেটে পরিণত হচ্ছেন। বিশেষ করে মুসলিম এবং অনগ্রসর দলিত এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষরা।

এসময় তিনি সৌদি আরবে আটক নারী মানবাধিকার কর্মীদের ওপর নিপীড়ন বন্ধ ও মুক্তি দেয়ার আহ্বান জানান।

সূত্র : রয়টার্স।

এসআইএস/পিআর

Advertisement