জাতীয়

দুর্ঘটনাপ্রবণ বাঁক প্রশস্ত করার কাজ শুরু হচ্ছে

সারাদেশে সড়ক ও মহাসড়কগুলোর দুর্ঘটনাপ্রবণ বাঁক প্রশস্ত করার কাজ খুব দ্রুত শুরু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুর ১টায় রাজধানীর গাবতলী থেকে সোয়ারিঘাট সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।তিনি বলেন, সারাদেশের সড়ক, মহাসড়কগুলোর দুর্ঘটনাপ্রবণ ১৪৪টি বাঁক প্রশস্ত করার কাজ খুব দ্রুতই শুরু হচ্ছে। অতি দ্রুত এ কাজের জন্য টেন্ডার আহ্বান করা হবে। আর ইতোমধ্যে এ কাজের জন্য ১৬৫ কোটি টাকা অনুমোদন হয়েছে।মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অনেকেই মনে করেন রাস্তায় স্পিড ব্রেকার থাকলে সড়ক দুর্ঘটনা কমে যায়। কিন্তু এ ধারণাটি ভুল। আর তাই এটি কমিয়ে আনা হচ্ছে। পাশাপাশি সারা দেশের সড়ক, মহাসড়কে দুর্ঘটনা হ্রাসে বাঁক প্রশস্তে কাজ শুরু হচ্ছে।

Advertisement