জাতীয়

স্ক্যানারে পিস্তল ধরা না পড়ায় বেবিচক নিরাপত্তা প্রহরী বরখাস্ত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পিস্তল ও গুলি স্ক্যানারে ধরা না পড়ার ঘটনায় ফজলার রহমান নামের একজন নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ফজলার রহমান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সশস্ত্র নিরাপত্তা প্রহরী।

Advertisement

ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে সংস্থাটি।

আজ দুপুরে বেবিচকের মুখপাত্র রেজাউল জানান, বিষয়টি নিয়ে আমাদের চেয়ারম্যানসহ গোটা বেবিচক বিবৃত। তিনি (ইলিয়াস কাঞ্চন) একজন সম্মানিত ব্যক্তি। আমরা তাকে সম্মান দিয়েছি। তবে ভুলে পিস্তল নিয়ে প্রবেশ করেছেন বলাতে বাড়াবাড়ি করা হয়নি।

উল্লেখ্য, ভিকিউ-৯০৯ ফ্লাইটে চড়ে চট্টগ্রামে যাওয়ার জন্য মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে যান নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এরপর নভোএয়ারের বুকিং কাউন্টারে গিয়ে ইলিয়াস কাঞ্চন জানান, তার সঙ্গে ৯ এমএম পিস্তল আর ১০ রাউন্ড গুলি আছে, যা অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম গেটের স্ক্যানারে ধরা পড়েনি এবং তিনি ভুলবশত সেগুলো ব্যাগে বহন করেছেন।

Advertisement

আরএম/এসআর/পিআর