শিক্ষা

শিক্ষার্থীদের কাউন্সিলিং নীতিমালা গঠনে কমিটি

শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে কাউন্সিলিং সেবা প্রদান করতে জাতীয় নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে সাত সদস্যের কমিটি গঠন করে আদেশ জারি করা হয়েছে।

Advertisement

শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখা থেকে মঙ্গলবার (৫ মার্চ) স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের সুইসাইড/বুলিংসহ যে কোনো ধরনের ইনজুরি প্রতিরোধ ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে কাউন্সিলিং সেবা প্রদান সংক্রান্ত জাতীয় নীতিমালা প্রণয়নে কমিটি গঠন করা হলো।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) জাবেদ আহমেদকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটি আগামী এক মাসের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুইসাইড/বুলিংসহ যে কোনো ধরনের ইনজুরি প্রতিরোধ ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে কাউন্সিলিং সেবা প্রদান সংক্রান্ত জাতীয় নীতিমালার খসড়া মতামতসহ মন্ত্রণালয়ে দাখিল করবেন।

Advertisement

কমিটির অন্য সদস্যরা হলেন-সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবুল আমিন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মাকসুদা হোসেন, আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোল্যা সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও রাজধানীর গভ. ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দেওয়ান তাহেরা আক্তার। আর সদস্য সচিব হিসেবে থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মান্নান সরকার।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনার পর আদালতের নির্দশনার প্রেক্ষিতে এ সংক্রান্ত জাতীয় নীতিমালা করতে কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

গত ৩ ডিসেম্বর শান্তিনগরে গলায় ফাঁস দিয়ে নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারী আত্মহত্যা করে। তার বাবা দিলীপ অধিকারীর অভিযোগ, শিক্ষকরা মায়ের সামনে অরিত্রীকে অপমান করায় সে আত্মহত্যা করেছে। এ ঘটনার পরদিন আদালত আত্মহত্যাজনিত ঘটনা প্রতিরোধে জাতীয় নীতিমালা প্রণয়ন করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেয়।

এমএইচএম/এএইচ/এমএস

Advertisement