কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে মানববন্ধনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আশু রোগমুক্তি কামনা করা হয়েছে।
Advertisement
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিএনপি আয়োজিত মানববন্ধনে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনা করেন।
তিনি বলেন, সবার চিকিৎসা পাওয়ার অধিকার আছে। উনাদের এক নেতা বললেন, কাদের সাহেব ও খালেদা জিয়া এক নন। আমরা বলতে চাই, বেগম জিয়ার কোনো ক্ষতি হলে এর দায়দায়িত্ব সরকারকে নিতে হবে।
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বেগম জিয়া আজকে কারাগারে। কোনো বিচারিক কারণে নয়, রাজনৈতিক কারণে তাকে কারাগারে রাখা হয়েছে। এর মাধ্যমে দেশের সব মানুষকে বন্দি রাখা হয়েছে।
Advertisement
গণআন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্তি করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম জিয়াকে জেলে রেখে গণতন্ত্র ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশে গণতন্ত্র ফিরে পেতে হলে গণতন্ত্রের মাকে রাজনৈতিক অঙ্গনে ফিরে পেতে হবে।
কেএইচ/জেএইচ/পিআর
Advertisement