নানাবিধ প্রয়োজনে আমাদের বিমান ভ্রমণ করতে হয়। কারো কারো জন্য হয়তো একেবারে নতুন অভিজ্ঞতা। তাই কিছু নিয়ম-কানুন জেনে রাখা ভালো। আজ জানবো বিমানে হাতব্যাগে কোন কোন জিনিস নেওয়া যাবে না।
Advertisement
এজন্য প্রথমেই বিমানের কেবিনে অনুমোদিত বহনযোগ্য হাতব্যাগ সম্পর্কে ধারণা রাখতে হবে। কারণ বিমানে যাত্রার সময় আপনি কোন কোন মালামাল হাতব্যাগে রাখতে পারবেন না।
মালামালগুলো হচ্ছে-
১. মেশিনগান২. পিস্তল৩. নেইল কাটার৪. রশি৫. ব্লেড৬. মাছ৭. মাংস
Advertisement
> আরও পড়ুন- পাইলটদের খাবার কেন আলাদা
৮. পেন্সিল ব্যাটারি৯. বাটাল১০. ম্যাচ বাক্স১১. প্লাস১২. লাইটার১৩. কাচি১৪. ছুরি১৫. সুঁই-সিরিঞ্জ১৬. স্ক্রু ড্রাইভার
> আরও পড়ুন- বিমানে ভ্রমণের কিছু পরামর্শ
১৭. কাঁটা চামচ১৮. মরিচের গুড়া১৯. সেভিং ফোম২০. ক্রিকেট ব্যাট২১. অ্যারোসল
Advertisement
তবে এসব মালামাল বড় লাগেজে দেওয়া যায়। যেটা চেক ইন করার সময় সংশ্লিষ্ট এয়ারলাইন্সে আপনি দিয়ে দেবেন বহন করার জন্য। অর্থাৎ চেক ইন লাগেজে ভরে আনতে পারেন। শুধু হাতব্যাগ আপনি বহন করতে পারেন। তাই এ জিনিসগুলো হাতব্যাগে নেওয়ার সুযোগ নেই।
এছাড়া ডায়াবেটিক রোগীর যে কোন জরুরি মুহূর্তে ইনসুলিন নিতে হয়। সে ক্ষেত্রে তিনি সিরিঞ্জ কিভাবে নেবেন? এ ব্যাপারেও উপায় বলে দেওয়া হয়েছে। তাই চেক ইন করার সময় এমন বিষয় ‘স্পেশ্যাল কেইসে’ বলে রাখতে পারেন। তাহলে তারা ব্যবস্থা করে দেবেন।
এসইউ/এমকেএইচ