ইউরো-২০১৬ বাছাইপর্বকে সামনে রেখে শুক্রবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন স্পেন কোচ দেল ব্স্ক। অবশেষে প্রায় এক বছর পর স্পেন জাতীয় দলে ফিরলেন চেলসি ফরোয়ার্ড দিয়েগো কস্তা।কস্তা ছাড়াও ইউরো বাছাইয়ের দুটি ম্যাচের জন্য ভিসেন্তে দেল বস্কের দলে আছেন রিয়াল মাদ্রিদ ছেড়ে পোর্তোয় যোগ দেওয়া গোলরক্ষক ইকের ক্যাসিয়াস ও ম্যানইউ তারকা ডেভিড ডি গিয়া। আগামী ৫ সেপ্টেম্বর স্লোভাকিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলবে স্পেন। এর ৩ দিন পর স্বাগতিক মেসিডোনিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। বর্তমানে `সি` গ্রুপে স্পেনের অবস্থান দ্বিতীয়স্থানে।স্পেনের ২৩ সদস্যের স্কোয়াড:গোলরক্ষক : ইকার ক্যাসিয়াস (পোর্তো), ডেভিড ডি গিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), সার্জিও রিকো (সেভিয়া)।ডিফেন্ডার : হুয়ানফ্রান (অ্যাটলেটিকো মাদ্রিদ), দানি কারভাজাল, সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), জেরার্ড পিকে (বার্সেলোনা), মার্ক বারত্রা (বার্সেলোনা), সেজার আজপিলিচুয়েতা (চেলসি), জরদি আলবা (বার্সেলোনা), বার্নাট (বায়ার্ন মিউনিখ)।মিডফিল্ডার : কোকে (অ্যাটলেটিকো মাদ্রিদ), সার্জিও বুস্কেটস (বার্সেলোনা), হুয়ান মাতা (ম্যানচেস্টার ইউনাইটেড), ডেভিড সিলভা (ম্যানচেস্টার সিটি), সেস ফ্যাব্রেগাস (চেলসি), সান্তি কাজোরলা (আর্সেনাল), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), ইসকো (রিয়াল মাদ্রিদ)।ফরোয়ার্ড : ভিতোলো (সেভিয়া), পেদ্রো (চেলসি), প্যাকো আলাসের (ভ্যালেন্সিয়া), দিয়েগো কস্তা (চেলসি)।এমআর
Advertisement